ভোটের প্রচারে জীবন্ত প্রতীক, ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে জীবন্ত প্রতীক (ঘোড়া) ব্যবহার করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার। এ ঘটনায় তার তিন কর্মী-সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দণ্ডিতরা হলেন- দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আব্দুস সামাদের ছেলে বদরুল আলম (৩৫), আতাউর রহমানের ছেলে আল আমিন (২০) ও নাদের আলীর ছেলে বাচ্চু মিয়া (৪০)।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তিনজন কর্মী-সমর্থক জীবন্ত ঘোড়ার গাড়ি নিয়ে প্রার্থী আব্দুল মজিদ সরদারের সমাবেশে যাচ্ছিলেন। এ সময় আচরণবিধি দেখভালে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে ওই তিনজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। পরে আদালত ভোটের প্রচারে জীবন্ত প্রতীক ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন তাদের। জরিমানা পরিশোধ করে মুক্তি পান ওই তিনজন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ