ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউরিয়া ও কাপড়ের মাড় দিয়ে চানাচুর তৈরি!

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ মার্চ ২০১৯

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া, খাবার সোডা ও কাপড়ের মাড় দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়ায় সিরাজগঞ্জ সদরের তেলকুপি এলাকার অ্যানি ফুডসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মাড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অ্যানি ফুডসের মালিক শহিদুল ইসলামের নামে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, কারখানায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া, খাবার সোডা ও কাপড়ের মাড় দিয়ে বেকারি পণ্য উৎপাদন দেখতে পান আদালত। উৎপাদিত চানাচুরের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও নেই। এছাড়া বিএসটিআইয়ের ছাড়পত্র, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদফতরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড প্রদান করা হয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের উপপরিদর্শক আশুতোষ চন্দ্র দাস, পেশকার মিলন সরকার ও থানা পুলিশের সদস্যরা।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

আরও পড়ুন