ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতুর চুরি যাওয়া মালামালসহ আটক ৭

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৭ মার্চ ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা থেকে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার রাতে র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয় ও পদ্মা সেতুতে ব্যবহৃত ২৫ টন রড এবং ৫শ লিটার তেল উদ্ধার করা হয়। এছাড়া চোরচক্রের ২টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

munsigonj

র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামাদি চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২৫ টন রড এবং ৫শ লিটার তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহৃত হত।

মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এতে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চোরচক্রের ৭ জনকে আটক করা হয়েছে। লৌহজং থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

আরও পড়ুন