ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লোকালয় থেকে হরিণ ধরল এলাকাবাসী

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:১০ এএম, ০৭ মার্চ ২০১৯

ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে একটি হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে পড়লে গ্রামবাসীরা হরিণটি উদ্ধার করে চরফ্যাশন থানায় সোপর্দ করে।

গ্রামবাসী জানান, মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাশনের আসলামপুরের লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে সেটি পাশের খালে ঝাঁপ দেয়। পরে খাল থেকে হরিণটিকে উদ্ধার করে গ্রামবাসীরা চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। চরফ্যাশন থানা থেকে সুস্থ হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. এনামুল হক জানান, সুস্থ হরিণটি সন্ধ্যায় চরফ্যাশন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএ/জেআইএম

আরও পড়ুন