ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সর্ববৃহৎ ডিজিটাল ঘড়ি রাজশাহীতে

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৮ আগস্ট ২০১৫

৪৮টি বাল্ব, স্টিলের বডি আর বাঁশের ফ্রেম দিয়ে আড়াই লক্ষ টাকা ব্যয়ে রাজশাহী নগরীর কাপাশিয়া গ্রামে তৈরি করা হয়েছে ৭৮৫ বর্গফুট আকৃতির বিশাল এক ডিজিটাল ঘড়ি। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ঘড়িটির। যা রাতের বেলা অন্তত ১০ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।

জানা যায়, কয়েকজন যুবক ও স্থানীয়দের নিয়ে বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে এ ডিজিটাল ঘড়ি নির্মাণ কাজ শুরু করেন আকুল হোসেন মিঠু। এরপর প্রায় দুই বছরে সকলের সাহায্যে ঘড়িটির নির্মাণকাজ শেষ করেন মিঠু। যা শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। ঘড়িটি বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল ঘড়ি বলেও দাবি করছে নির্মাতারা।

প্রধান উদ্যোক্তা আকুল হোসেন মিঠু বলেন, ঘড়িটির উচ্চতা ১৭ দশমিক ৫ ফুট আর প্রস্থ ৪৪ দশমিক ৯ ফুট। বিদ্যুৎ দ্বারা চালিত এই বিশাল ঘড়ি তৈরি করা হয়েছে ৪৮টি টিউব বাল্ব, স্টিলের বডি আর বাঁশের ফ্রেম দিয়ে। খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা।

ঘড়িটি রাতের বেলা অন্তত ১০ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। তবে ঘড়িটিতে এলইডি বাল্ব সংযোজন করা হলে দিনের বেলাতেও অনেক দূর থেকে সময় দেখা যাবে বলেও জানান মিঠু।

এদিকে উদ্বোধনের পর থেকে দূর-দূরান্তের নানা বয়সের মানুষ ছুটে আসছেন ঘড়িটি দেখার জন্য।

আরএস