ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৪ মার্চ ২০১৯

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পারমিট নিয়ে সুন্দরবনের গহীনে প্রবেশ করে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে। এমন অভিযোগে সন্দেহভাজন জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নূরী আলম শনিবার থেকে এ নিষেধাজ্ঞা জারি করেন।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার জেলেরা সুন্দরবন থেকে ফিরে এসে জানান, জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে খালের মধ্যে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে বিক্রি করে আসছেন। এতে একদিকে যেমন বিভিন্ন প্রজাতির বড় মাছ মারা যায় অন্যদিকে মাছের রেণুগুলো ধ্বংস হয়ে যায়। ফলে সাতক্ষীরা রেঞ্জ এলাকার নদী খালে দেখা দিয়েছে মাছ সংকট। বিপাকে পড়েছেন সাধারণ মৎস্যজীবীরা। মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগর মৌখালী ও পানখালী এলাকার অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন।

সুন্দরবন এলাকার শ্যামনগর উপজেলার কদমতলা বন স্টেশন কর্মকর্তা নূরী আলম বলেন, শনিবার থেকে সন্দেহভাজন জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগে মাছ শিকারের বিষয়টি কঠোর নজরদারি করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন