ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়াকে সমৃদ্ধ করতে উইকিপিডিয়ার কর্মশালা

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ আগস্ট ২০১৫

মুক্ত বিশ্বকোষ বা উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সমৃদ্ধ করতে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া Wish For Better Brahmanbaria নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর সাব্বির আহমেদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী সোপানুল ইসলাম সোপান প্রমুখ।

উইকিপিডিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সব তথ্য ও ছবি সমৃদ্ধ করতে আয়োজিত এ কর্মশালায় দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উইকিপিডিয়া বাংলাদেশের অ্যাডমিন নাহিদ সুলতান ও নাসির খান সৈকত।

এছাড়া কর্মশালায় ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া Wish For Better Brahmanbaria সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।কর্মশালা পরিচালনা করেন সংগঠনের সদস্য বিবর্ধন রায় ইমন।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস