ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল ও ঝিকরগাছা পৌর নির্বাচন হচ্ছে না

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৮ আগস্ট ২০১৫

আসন্ন পৌরসভার নির্বাচনে যশোরের বেনাপোল ও ঝিকরগাছা পৌরসভা নির্বাচন সহসাই হচ্ছে না। দেশের প্রতিটি পৌরসভায় সাধারণ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম নিবন্ধনের তফসিল সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

একই সময়ে দেশের ২৪৫টি পৌরসভায় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে। ২৪৫টি পৌরসভার মধ্যে খুলনা বিভাগের বেনাপোল ও ঝিকরগাছা পৌরসভার সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতে মামলা থাকায় উল্লেখিত পৌরসভা দুটিতে নির্বাচন সহসাই হচ্ছে না।
 
২৪ আগস্ট নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এক পত্রে ২৪৫টি পৌরসভায় সাধারণ নির্বাচনের লক্ষ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। আসন্ন পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে দেশব্যাপি নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।

যাদের জন্ম তারিখ ১৯৯৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত তাদের প্রথম পর্যায়ে ৩ সেপ্টম্বর থেকে ২০ সেপ্টম্বর পর্যন্ত ও যাদের বয়স ১৯৯৮ সালের ২ জানুয়ারি হতে ২০০০ সালের ১ জানুয়ারি পর্যন্ত তাদের ছবি তোলা হবে ২২ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশে শতকরা সাড়ে সাত ভাগ সম্ভাব্য ভোটার তালিকা প্রস্তুত ও নতুন ভোটার হাল নাগাদের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে দেশের প্রতিটি নির্বাচন অফিসের মাধ্যমে নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

জামাল হোসেন/ এমএএস