টঙ্গীতে ডিআরইউ সম্পাদকের ওপর হামলা, মালামাল লুট
টঙ্গীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের ওপর হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী কবির আহমেদ খান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন।
সাংবাদিক নেতা কবির আহমেদ খান জানান, জ্যামের কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে প্রাইভেটকারে তিনি গ্রামের বাড়ি ত্রিশালে যাচ্ছিলেন। রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাঁশ পট্টির কাছে পৌঁছালে ৫-৬ জনের একটি ছিনতাইকারী দল রাম দা ও চাপাতি দিয়ে প্রথমেই তার গাড়ির ড্রাইভিং ছিটের পেছনের জানালার গ্লাস ভেঙে ফেলে। এ সময় ডাকাতরা ফিল্মি কায়দায় তার দুই শিশু সন্তানের গলায় দাঁড়ালো অস্ত্র ঠেকিয়ে তাদেরকে সব কিছু দিয়ে দিতে বলে। এ সময় তার স্ত্রী সন্তানদের প্রাণ রক্ষায় একে একে সব স্বর্ণালঙ্কার খুলে দিতে বাধ্য হন।
এভাবে ছিনতাইকারীরা স্বর্ণের ৩টি রিং ও এক জোড়া চুড়ি নেয়ার পর ভ্যানেটি ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব কিছু লুটে নেয়। ঘটনাটির সঙ্গে সঙ্গে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসিকে জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
তবে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, খবর পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু জ্যামের কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পুলিশ যথন ঘটনাস্থলে পৌঁছায় তখন জ্যাম ছেড়ে দেয়ায় তারা (কবির আহমেদ খান) বড়বাড়ি এলাকা পর্যন্ত চলে যান। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর