ঈদগাঁওয়ে বাস-চান্দেরগাড়ি সংঘর্ষে চালক নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় যাত্রীবাহী মিনিবাস কক্সলাইন ও মালবাহী চান্দেরগাড়ির সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
নিহতের নাম রাশেদুল ইসলাম টিপু(২৭)। তিনি সাতকানিয়ার খুরশেদ আলমের ছেলে ও চান্দেরগাড়িটির চালক।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, যাত্রীবাহী কক্সলাইন (ঝ ১১-০১৬১)বাসটি চকরিয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে আসছিল।বিপরীত দিক থেকে আসা কলাভর্তি চান্দেরগাড়িটি(নম্বর-১১-০৫০৯)সড়কের চান্দেরঘোনা সাতঘরিয়াপাড়া এলাকায় পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি মুখোমুখী সংঘর্ষ হয়।সংঘর্ষে রাশেদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।এসময় উভয় গাড়ির ১০ যাত্রী কমবেশী আহত হন।তাদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
ডুলহাজারা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।লাশ উদ্ধার করে ঈদগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ আবেদীন ভূঁইয়া তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশের ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর