ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে কৃষক হত্যায় চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক দুলাল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, শাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ বাড়িতে মৃত মোতালেব তালুকদারের ছেলে দুলাল তালুকদারকে গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় একই দিন নিহতের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। আদালত মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামিপক্ষে অ্যাডভোকেট এ ই এম খলিলুর রহমান মামলাটি পরিচালনা করেন ।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

আরও পড়ুন