বরিশালে কারা ফটক থেকে বিএনপি নেতা গ্রেফতার
নাশকতার দুটি মামলায় আদালতের জামিনাদেশ পেয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বিএনপি নেতা মীর জাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত জানুয়ারিতে বরিশাল নগরীতে নাশকতার একাধিক ঘটনা ঘটে। এর প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়। এর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মীর জাহিদের আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু জানান, পুলিশের দায়ের করা নাশকতার দুটি মামলা নিয়ে গত ২ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন মীর জাহিদ। কারান্তরীণ থাকাবস্থায় তাকে আরো একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।
তিনটি মামলার মধ্যে ইতিপূর্বে দুটিতে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি। সর্বশেষ বরিশাল আদালতে অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক মীর জাহিদকে জামিনে মুক্তির আদেশ দেন বলে জানান অ্যাডভোকেট বাচ্চু।
সাইফ আমীন/বিএ