পিরোজপুরে শ্বশুর-পুত্রবধূ খুন
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ডাকাতের বেশে এক দল দুর্বৃত্ত স্বশস্ত্র হামলা চালিয়ে শ্বশুর ও পুত্রবধূকে খুন করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের পাইকবাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী কিছু টের পাবার আগেই খুনিরা ঘটনা স্থল ত্যাগ করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্বশুর রাজন পাইক এবং পুত্রবধূ মেরি পাইক নিজ গৃহকর্মে ব্যস্ত ছিলেন। এমন সময় মুখোশপড়া কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে পালিয়ে যায়। এসময় ঘরে অন্য কেউ ছিলেন না।
নিহত মেরির স্বামীর নাম সুশীল পাইক। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার দুই মেয়ের একজন বরিশাল নার্সিং ইনিস্টিটিউট এবং অন্যজন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। ঘটনার সময় তারা কেউ ঘরে ছিল না। এঘটনায় এলাকায় ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান চান মাঝি জানান, ঘটনাটি আকস্মিক ঘটেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। ঘটনাস্থলে অ্যাডিশনাল এসপি আবু আশ্রাফ ও পিরোজপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন অবস্থান করছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ডাকাত বেশে ঘটনাটি ঘটালেও এ হত্যাকাণ্ড পরিকল্পিত। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
হাসান মামুন/বিএ