ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিনি এলেন, বেসুরো কণ্ঠে গানও গাইলেন

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন আবার গানও গাইলেন। গান গাওয়ার ফাঁকে শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠার পরামর্শও দিলেন। যথারীতি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিতর্কিত এই মন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরস্থ সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন ও সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল।

সে অনুযায়ী সামাজিক `পুনর্বাসন কেন্দ্রে` সকাল ৯টার আগেই সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা সেখানে গিয়ে হাজির হন। কিন্তু মন্ত্রী সার্কিট হাউজ থেকে রওনা হচ্ছেন, এইতো আসছেন বলে বার বার মাইকে ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত মন্ত্রী দুটি স্থানের কোথাও তিনি যাননি।

পরে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষার পর দুপুর আড়াইটার দিকে জেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র পরিদর্শন ও জেলা সমাজসেবা কার্যালয়ের মতবিনিময় সভা বাতিল করা হয়েছে। সকলকে সরকারি শিশু পরিবারে চলে যেতে বলা হয়েছে।

সরকারি শিশু পরিবারে গিয়ে দেখা গেছে, একদল শিশু নাচের পোশাক, প্রতিষ্ঠান পোশাক পড়ে মন্ত্রীর জন্য অপেক্ষা করছে। বিকাল সাড়ে ৩টা নাগাদ মন্ত্রী সেখানে পৌঁছান।

সেখানে গিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠেই শিশুদের খোঁজ-খবর নিয়ে মঞ্চে প্রকাশ্যে ধূমপান করেন এবং বেসুরো কণ্ঠে গান গেয়ে এতিমদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেন। এ সময় মন্ত্রী `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি` এবং `এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি` শীর্ষক দুটি গান গেয়ে শোনান।

তবে সাংবাদিকরা ছবি তুলতে গেলে মন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা ছবি তুলতে বাধা দেন। এ সময় মন্ত্রী ও তার দেহরক্ষীরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

পরে মন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, অন্তরে দেশপ্রেম রাখবে। দেশকে ভালোবেসে প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে।

জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই