ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন , ১২ লাখের মধ্যে ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মিয়ানমারও রাজি, কিন্তু রাখাইনে সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি মিয়ানমার। শিগগিরই নিরাপদে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে সিলেট নগরের মিরাবাজারের মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের উখিয়ায় জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারাই একমাত্র নাগরিকত্বহীন জাতি। তাই তারা এত উগ্র।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, অচিরেই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সরকার এটা অনুমোদন দিয়েছে। এর ফলে সিলেট মহানগরে ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়া হবে। এতে ছেলে-মেয়েরা উপকৃত হবে। তারা রেস্টুরেন্টসহ যেখানেই যাবে সেখানে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর প্রমুখ।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন