ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় সুজন নেতা নিহত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ৪ জন। শনিবার ভোরে জেলার কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা ও চাপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি সৈয়দ শাহজামাল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে পৌঁছলে মাইক্রোবাসটিকে পেছন থেকে অপর একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও মাইক্রোবাস চালক নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ

আরও পড়ুন