বিয়ে ছেড়ে পালালো বরপক্ষ
সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
এ সময় বর ও কনে দু’জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবা ফারুক শেখকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বরের মামাবাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান, আশুতোষ চন্দ্র দাস, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ