৫৭ ধারা বিবেচনায় : তথ্যমন্ত্রী
সাইবার অপরাধীদের মোকাবেলা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার আওতাভুক্ত একটি সাইবার অপরাধ আইন তৈরি করেছি। সেই আইনটা তৈরি হওয়ার পর ৫৭ ধারার প্রয়োজন আছে কি নাই তখন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ করতে শেষ আঘাতটা করার পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশকে নিরাপদ করতে শেষ আঘাতটা হানতে হলে ২১ শে আগস্টের খুনি এবং আগুন সন্ত্রাসের খুনি খালেদা জিয়াকে এক চুল ছাড় দেয়া উচিত না।
তথ্যমন্ত্রী আরো বলেন, এই রকম পরিস্থিতিতে যারা খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের বিচার থেকে বাঁচাতে চাচ্ছেন অথবা যারা তারেক রহমানের ২১শে আগস্ট মামলা থেকে বাঁচাতে দরদ দেখাচ্ছেন তাদের গণতন্ত্রের প্রতি দরদের গলদ আছে।
তিনি আরো বলেন, এই মুহূর্তটা বিভ্রান্তির কিংবা অনৈক্যর সময় নয়। এই সময়টা শেখ হাসিনার নেতৃত্বে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ইস্পাত কঠিন ঐক্যের পজিশনের সময়। এছাড়া শেষ আঘাতটা হানার জন্য অগ্নি সন্ত্রাসীদের ও ২১ আগস্টের হামলাকারীদের বিচারের সম্মুখীন করার শেষ প্রচেষ্টর সময়।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ