টিকিট জালিয়াতি করতে গিয়ে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের টিকিট জালিয়াতি করতে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মাঈনুদ্দিন চিশতি (২৬) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। মাঈনুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পরিত্যক্ত ১০ ফেব্রুয়ারির ১৬টি টিকিটকে জালিয়াতি করে ১৯ ফেব্রুয়ারির টিকিট বানিয়েছিল মাঈনুদ্দিন। পরে এক টিকিট চেকার তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করেন। পরে মাঈনুদ্দিনের শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব মুদ্রামান বাংলাদেশি টাকায় ২২ লাখ ৩৭ হাজার টাকারও বেশি। ধারণা করা হচ্ছে মাঈনুদ্দিন বিভিন্নজনের কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনে সেগুলো বেশি দামে বিক্রি করেন। এ ব্যাপারে মাঈনুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম