রাঙামাটিতে সামরিক সরঞ্জাম উদ্ধার, আটক ১
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীর একটি বাড়ি থেকে অবৈধভাবে ব্যবহার করা দুইটি ঘোড়া ও মিয়ানমার সেনাবাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাজস্থলী উপজেলা সদরের সেনাক্যাম্পের পাশে তাইতংপাড়ার কলেজপাড়া এলাকার ডা. রান নিন শৈ মারমার বাড়িতে তল্লাশি চালিয়ে এ সকল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় অং উং রাখাইন (২০) নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই সেনা জোন কমান্ডার ও রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুল্লাহ সরকার।
রাঙামাটি সেনা রিজিয়নের স্টাফ অফিসার তসলিম তারেক ও রাজস্থলী থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তসলিম তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে তল্লাশি চালিয়ে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক, ৩ সেট ইউনিফর্ম, ৩টি ল্যাপটপ, হ্যান্ডিক্যাম, ৩টি ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, মডেম, ২টি ঘোড়া, ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এসএস/আরআইপি