ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরের মৃত্যুতে আ.লীগের মনোনয়ন পেলেন জামাই

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচ আজম খানের আকস্মিক মৃত্যুতে ওই পদে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে তার জামাই রফি নেওয়াজ খান রবিনকে। তিনি গাবতলীর রাশেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়কের পদে রয়েছেন।

ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে তার পক্ষে বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিবারণ চন্দ্র মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার কথা জানিয়ে বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী হতে হয়েছে।

এর আগে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচ আজম খানকে মনোনয়ন দেয়া হয়েছিল। আজম খান গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের জেলা কমিটির সদস্যও ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা পরিষদেরও সদস্য ছিলেন।

স্বজনরা জানান, আজম খান মনোনয়নপত্র নিয়ে গত ১১ ফেব্রুয়ারি সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি বগুড়া রেল স্টেশনে পৌঁছান। এরপর রিকশায় বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উল্লেখ, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

লিমন বাসার/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন