ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা : মূলহোতাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ ফতুল্লায় বাস থামিয়ে ফিল্মি স্টাইলে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনার মূলেহোতা সুরুজ ব্যাপারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে। তবে নুরুল ইসলামের থাকা সঙ্গে ব্যাগটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম রিমান্ডের সত্যতা স্বীকার করেছেন।
রিমান্ডে নেয়া দুইজন হলেন ফতুল্লার শান্তিধারা এলাকার আবদুর রব ব্যাপারীর ছেলে সুরুজ ব্যাপারী (৩৮) ও ঢাকার রায়েরবাগ কদমতলী এলাকার মৃত আদিলউদ্দিন সোহেলের ছেলে কোরবান আলী (৩৯)। এছাড়া সুরুজ ব্যাপারীর স্ত্রী মাকসুদা আক্তারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ তিনজনকে মঙ্গলবার ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, নুরুল ইসলাম হত্যার ঘটনায় ইতোমধ্যে গ্রেফতারকৃত নাদিম, আল আমিন ও আলতার হোসেন ওরফে লুঙ্গি বাবু আদালতে পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। এতে তারা স্বীকার করেছেন, ‘আসামিদের মধ্যে কোরবান আলী ঘটনার সময় তথা ৩ আগস্ট রাতে উৎসব বাসে উঠে নুরুল ইসলামকে গুলি করে। ওই সময়ে নুরুল ইসলামের সঙ্গে থাকা টাকার ব্যাগ সুরুজ ব্যাপারী নিয়ে যায়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহামেদ জানান, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
শাহাদাৎ হোসেন/বিএ