ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংসদ সদস্যকে কটূক্তি করায় নড়াইলে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৬ আগস্ট ২০১৫

সুবাসের দুই গালে জুতা মারো তালে তালে, নিলুর দুই গালে জুতা মারো তালে তালে, মফিজের দুই গালে জুতা মারো তালে তালেসহ এমনই বিভিন্ন শ্লোগানে প্রিয় নেত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহম্মেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায় হাজার হাজার নেতা-কর্মী।

বুধবার বিকেলে নড়াইলের কালিয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকাবাংলো চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এখলাস উদ্দিন আহম্মেদের ছেলে ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান শমীমূর রহমান ওসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, আওয়ামী লীগ নেতা একরামুল হক টুকু, কাওছার উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহম্মেদ, সাইফুল ইসলাম ঝিন্টু প্রমুখ।

"
এসময় বিক্ষুব্দ নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু এবং নড়াগাতি থানা আওয়ামী লীগের হাফেজ মফিজুল হকের কুশপুত্তলিকা দাহ করেন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট নড়াইলের নড়াগাতি থানা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সমাবেশে এখলাস উদ্দিন বিশ্বস এবং এবং তার ছেলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে নিয়ে মন্তব্য করে নিলু ও মফিজুল বলেন, `ওনারা আওয়ামী লীগ করেন না`।

হাফিজুল নিলু/বিএ