ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পীরগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ আগস্ট ২০১৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে করুনা রানী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলায় পৃথকস্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে উপজেলার বৈরচুনা ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের গোপাল চন্দ্রে স্ত্রী করুনা রানী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিনি ঘর থেকে রেব হচ্ছিলেন। একই সময়ে মহেশপুর গ্রামের শিথি আক্তার (২৫) ও সন্ধ্যা রানী (৩০) আহত হন।

বিকেলে পীরগঞ্জ পীর এলাকার ভেরাতৈর গ্রামে বজ্রপাতে তারাব উদ্দিন (৫০), স্বাধীনা আক্তার (২৮), মসলান্দপুর গ্রামের শান্ত চন্দ্র রায় (২০) আহত হয়। আহতদের পীরগঞ্জ হাসপাতালে নেয় স্থানীয়রা।

পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব চৌধুরী গৃহবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি