নড়াইলে প্রাণ আপ সুলতান উৎসবের উদ্বোধন
নড়াইলে চার দিনব্যাপি প্রাণ আপ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় নড়াইলের সুলতান মঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে দেশি-বিদেশি চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুলতান উৎসব, আলোচনা সভা, সাঁতার প্রতিযোগিতা, চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চার দিনব্যাপি এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এছাড়া প্রতিদিনই থাকছে বরেণ্য এ শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম, আশিকুর রহমান মিকু, শেখ আবু হানিফ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মো. মেছের আলি মাতা মোছা. মাজু বিবি।
গুণী এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
হাফিজুল নিলু/এআরএ