ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রযুক্তি কৃষকের কাছে না গেলে উদ্ভাবন করে কোনো লাভ নেই

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

 

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, প্রযুক্তি আবিষ্কারের পর তা যদি মাঠ ও চাষি পর্যায়ে না যায়, তাহলে উদ্ভাবনে কোনো লাভ নেই। এই দায়িত্ব কৃষি বিজ্ঞানীদের নিতে হবে। উৎপাদিত প্রযুক্তির কতটি চাষি পর্যায়ে পৌঁছেছে, তা দেখা উচিত। সেজন্য কৃষি বিজ্ঞানীদের সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে।

রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে ৪০ লাখ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়, আর আমদানি করতে হয় ৩৫ লাখ মেট্রিক টন। পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটেছে, ফলে আমদানি করতে হচ্ছে। আমরা আগামী তিন বছর পর এক টন ভুট্টাও আমদানি করব না।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব ও পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. লুৎফর রহমান প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন