ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভিটামিন ক্যাপসুলে মানুষের আয়ু বেড়েছে : পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে শিশু মৃত্যুর হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বয়সের বেশি হয়েছে। এটি সম্ভব হয়েছে আমরা ছোট ছোট শিশুদের প্রাধান্য দিয়ে নানা ধরনের সেবা দিচ্ছি। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের, এতে রাতকানাসহ নানা রোগ থেকে রেহাই পাচ্ছে শিশুরা। ফলে বাড়ছে মানুষের গড় আয়ু।

তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে এই ওষুধ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিতর্কিত সেই ওষুধ ফেলে দিয়ে নতুন করে উন্নতমানের ওষুধ সরবরাহ করেছে সরকার।

শনিবার সুনামগঞ্জের ডুংরিয়া এলাকায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। কর্মসূচির উদ্বোধন শেষে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ান মন্ত্রী।

এএম/এমকেএইচ

আরও পড়ুন