মুন্সীগঞ্জে মদ খেয়ে ৩ নারীর মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মদ্যপান করে সিটি শিপইয়ার্ডে কর্মরত ৩ নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ৩ জন আত্মীয় ছিলেন বলে জানা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন-অর-রশিদ জানান, উপজেলার হোসেন্দি এলাকার সিটি শিপইয়ার্ডের (সিটি গ্রুপ) কর্মচারী সুইপার মন্টু, তার স্ত্রী চামেলি তাদের আত্মীয় চায়না ও জোস্না মদ্যপান করেন। এতে বিষক্রিয়ায় তিন নারীর মৃত্যু হয়।
তিনি জানান, পারিবারিক অনুষ্ঠান থাকায় শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মদ্যপান করেন তারা। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের ৪ জনকে জামালদি এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টায় চামেলি (৩০) ও তার বোন চায়না (২৫) মারা যান। পরবর্তীতে বেলা ১১টায় চামেলির ফুপু জোস্নাও (৪২) মারা যান। জোস্না ও চায়না গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা।
মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহত মন্টু মেডিকেলেই চিকিৎসাধীন বলেও জানান ওসি।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি