সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন পেলেন খাগড়াছড়ির বাসন্তী চাকমা
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বাসন্তী চাকমা। তিনি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টেরও সদস্য।
সংরক্ষিত নারী আসনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তিনিই খাগড়াছড়ির প্রথম নারী হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে শুক্রবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করাসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোটের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাসন্তী চাকমা।
প্রথমবারের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বাসন্তী চাকমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল।
প্রথমবারের মতো মনোনয়ন পাওয়ায় দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাসন্তী চাকমা বলেন, আমি সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছি আর আজীবন থাকব। আমার আদর্শ বঙ্গবন্ধু। আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করব। পাহাড়ের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থীর বিজয়ের পর বাসন্তী চাকমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ায় জাতীয় সংসদে এক-দশমাংশ পার্বত্য চট্টগ্রামের চারজন প্রতিনিধিত্ব করবেন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস