কুমিল্লায় বাঁধভাঙা উল্লাস
বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এ আনন্দ ছড়িয়ে পড়েছে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্নধার নাফিসা কামালের জন্মস্থান কুমিল্লা নগরীতে। বিজয় উল্লাসে মেতে উঠেছে জেলার বিভিন্ন এলাকা।
উত্তেজনাপূর্ণ বিপিএলের ফাইনাল খেলায় ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারানোর পর কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। রাতে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সমবেত হয় হাজারো মানুষ। ‘কুমিল্লা, কুমিল্লা’ প্রতিধ্বনিতে আনন্দে মুখরিত হয়ে ওঠে রাতের নগরী। প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি পরে, বাঁশি বাজিয়ে মোটরসাইকেল নিয়ে অনেকেই শহর প্রদক্ষিণ করেন। এ সময় মিছিল শ্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো নগরী।
এর আগে সন্ধ্যা থেকে সবার দৃষ্টি ছিল টিভির পর্দায়। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। এছাড়াও নগরীর নজরুল এভিনিউ, পুরাতন চৌধুরী পাড়া, ফৌজদারী মোড়, চকবাজার এলাকাতেও পৃথক আনন্দ মিছিল করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকরা।
এদিকে নগরী ছাড়াও উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকাগুলোতে বিজয় উল্লাসে মেতে ওঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা।
কামাল উদ্দিন/এফএ/এমএস