ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা নির্বাচন : একই পরিবারের চার প্রার্থী

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একই পরিবারের চারজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। বর্তমানে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করলেও তারা উত্তর জয়পুর ইউনিয়নের রাজবাড়ীর বাসিন্দা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

প্রার্থীরা হলেন- সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী খালেদা হক, তার জামাতা লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ বাবর, দুই ভাগনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. হাফিজ উল্যাহ ।

জানা গেছে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা হক, ভাইস চেয়ারম্যান পদে রহমত উল্যাহ ও হাফিজ উল্যাহ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তারা পৃথকভাবে তা জমাও দিয়েছেন। হাফিজ উল্যাহ বর্তমানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যোগ্য হলে একই পরিবার থেকে একাধিক প্রার্থী হওয়াটা স্বাভাবিক। দলের মধ্যে প্রার্থীদের ত্যাগ, শ্রম, অবদান মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন।

কাজল কায়েস/আরএআর/পিআর

আরও পড়ুন