বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক নূর নবীর (২০) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। মঙ্গলবার রাত থেকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিমব্লক এলাকার প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কলেজে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাত থেকে আবুল হাসেমের ছেলে প্রেমিক নূর নবীর বাড়িতে কালাপাকুজ্যা ইউনিয়নের ওই তরুণী বিয়ের দাবিতে অনশনে বসেন। এর আগেও দুইবার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়েছিলেন তরুণী। বুধবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক নূর নবীর বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
পরে ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধা দাদি ও এক প্রতিবন্ধী চাচা ছাড়া আর কেউ নেই বলে জানান প্রতিবেশীরা।
এ ব্যাপারে প্রেমিকা বলেন, গত দেড় বছর আগে থেকেই সহপাঠী নূর নবীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও নূর নবী আমাকে বিয়ে না করার জন্য চাপ দিত। ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। গত কয়েক মাস আগে আমার সঙ্গে নূর নবী যোগাযোগ বন্ধ করে দেয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি, নূর নবী চট্টগ্রামে অবস্থান করছে। সেখানে তার বিয়ের ব্যবস্থা করেছে নূর নবীর পরিবার।
তিনি আরও বলেন, এখন আমার দাবি হলো নূর নবীসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে।
এ বিষয়ে মাইনীমুখ ইউনিয়নের ওয়ার্ড সদস্য আজগর আলী বলেন, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেয়া হয়। বর্তমানে বিষয়টি মীমাংসার পথে রয়েছে বলেও শুনেছি আমি।
এএম/পিআর