ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৬ আগস্ট ২০১৫

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মো. কামাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ছয়টায় নগরীর ডবলমুরিং থানার বিদ্যুৎ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল কুমিল্লা জেলার বরলিয়া এলাকার শহিদ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক মোহাম্মদ হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বিদ্যুৎ ভবনের সামনে দুটি ট্রাক পাল্টাপাল্টি ওভারটেক প্রতিযোগিতা করতে গিয়ে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তােকে মৃত্যু ঘোষণা করেন।

আরএস/এমএস