ড্রাইভিং প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার
নাটোরের বড়াইগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবু হেলাল সুজন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার আহম্মেদপুর এলাকায় কারবালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বনপাড়া শাখার ক্যাশিয়ার এবং লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার আহম্মদ আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিকেলে আবু হেলাল সুজন নাটোর বিআরটিএ ড্রাইভিং প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লালপুরে ফিরছিলেন। পথিমধ্যে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে আহম্মেদপুর এলাকায় কারবালা নামক স্থানে অপর এক মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন সাইড রোড থেকে মহাসড়কে ওঠার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে আবু হেলাল সুজন গুরুতর আহত হন। বনপাড়া ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় ইসমাইল হোসেন নামে অপর মোটরসাইকেল আরোহীও আহত হন।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম