ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে রাস্তার জমি দখলে রেখেছে সুগারমিল

প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫

ঠাকুরগাঁও জেলার পূর্ব নারগুন কহরপাড়া এলাকায় রেকর্ডভুক্ত রাস্তার জমি ঠাকুরগাঁও সুগারমিল ফার্ম কর্তৃপক্ষ দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে দীর্ঘদিন থেকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষদের।

অভিযোগ সূত্রে জানা যায়, কহরপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম অনেক দিন থেকে সুগারমিল ফার্মের পাশে কিছু জমি ভোগদখল করে আসছিলেন। তার জমির পাশে ফার্মের জমি ঘেষে রেকর্ডভুক্ত রাস্তার জমি দেয়া ছিল। কিন্তু সুগার মিল ফার্ম কর্তৃপক্ষ সেই জমিতে গাছ লাগিয়ে দেয়।

পরবর্তীতে মানুষ নিরুপায় হয়ে করিমের জমির উপর দিয়ে চলাচল করতেন। কিন্তু কিছু দিন আগে সেখানে পাকা রাস্তার টেন্ডার হয় এবং রাস্তার কাজ শুরু হয়। এখন সুগার মিল ফার্ম কর্তৃপক্ষ রাস্তার জমি ছেড়ে না দিয়ে করিমের জমির উপর দিয়ে রাস্তা তৈরির পায়তারা করছে। ফলে বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

এ অবস্থায় কিছুদিন আগে করিম তার জমিতে গাছের চারা লাগালে কিছু দুর্বৃত্ত তার প্রায় ৫০ টি গাছ কেটে ফেলে। এখন এলাকাবাসী পড়েছে বিপাকে। রাস্তার কাজ বন্ধ আছে জমির অভাবে। অন্যদিকে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিম জানান, মানুষের সুবিধার জন্য আমি আমার জমি রাস্তা হিসেবে ব্যাবহার করতে দিয়েছিলাম। কিন্তু এখন সুগার মিল ফার্ম কর্তৃপক্ষ জমি দখল করে পাকা রাস্তা করার পায়তারা করছে। আমার লাগানো গাছ তাদের লোক কেটে ফেলেছে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

"
এখন এলাবাসীর একটাই দাবি সুগারমিল ফার্ম কর্তৃপক্ষ দ্রুত রাস্তার জমি ছেড়ে দিয়ে রাস্তার কাজ সচল করে এলাকার মানুষের উন্নয়নে এগিয়ে আসুক।

ঠাকুরগাঁও সুগার মিল ফার্ম ম্যানেজার এ এইচ এম সাদেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

ঠাকুরগাঁও সুগার মিল এমডি এনায়েত হোসেন জানান, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।

রবিউল এহসান রিপন/বিএ