দুর্নীতি নয়, ডাকাতি হচ্ছে ভূমি অফিসে
ভূমি রেজিস্ট্রি অফিসে দুর্নীতি নয়, ডাকাতি হচ্ছে। প্রকৃত মূল্যের চেয়ে কম দামে জমি রেজিস্ট্রি করে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
তিনি বলেন, ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট পুরো সত্য নয়। তবে তাদের কিছু কিছু পরামর্শ আমরা গ্রহণ করে ব্যবস্থা নেব।
মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংকালে এসব এ কথা বলেন মন্ত্রী।
ভূমি দস্যু, জালিয়াত ও দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, ভূমি অফিসে জাল-জালিয়াতকারী ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে জিরো টলারেন্স করার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের এ উদ্যোগকে সফল করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ যে দলেরই হউক তাদের কোন তদবির গ্রহণ করা হবে না। সরকারি দল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড.ফারুক আহম্মদ, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, বাবু চন্দন কুমার চক্রবর্তী, মোহাম্মদ শহীদুল্লাহ, ইয়ার মোহম্মদ নাসিম, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলার আইন-শৃঙ্খলা এবং উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
একে জামান/এআরএ