পরীক্ষার্থী দু’জন, দায়িত্বে ৩৩ জন
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ দুটি কেন্দ্রে সোমবার ঐচ্ছিক বিষয় ‘শারীরিক শিক্ষায়’ পরীক্ষা দিচ্ছে মাত্র দুইজন পরীক্ষার্থী। আর দু’জন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করছেন মোট ৩৩ জন।
সোমবার সকালে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, অন্যান্য পরীক্ষার দিনের মতোই একজন কেন্দ্র সচিব, ৫ জন সচিবের সহকারী, একজন হলসুপার, একজন ট্যাগ অফিসার, একজন কক্ষ পরিদর্শক, একজন অফিস সহকারী, ৪ জন অফিস সহায়ক এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২ জন পুলিশ। অন্যদিকে বহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অতিরিক্ত একজন পুলিশসহ ১৭ জন দায়িত্বপালন করছেন।
কেন্দ্র সচিব আব্দুস সালাম জানান, আজ শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার পরীক্ষা হচ্ছে। বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী থাকলেও একজন আগে থেকেই অনুপস্থিত এবং বহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন পরীক্ষার্থী রয়েছে। যথা সময়ে অন্যদিনের মতোই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, দুটি কেন্দ্রে ২ জন পরীক্ষা দিচ্ছে। অন্যদিনের মতোই কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক নিয়মে পরীক্ষা শুরুর পর কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন তিনি।
রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ