ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গায়ে হলুদের অনুষ্ঠানে দেবরের সঙ্গে মদ্যপান, অতঃপর...

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামে অতিরিক্ত মদ্যপানে পূর্ণিমা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে পূর্ণিমা তার দেবরের সঙ্গে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান। সেখানে তিনি দেবর ও বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান (বিয়ার) করেন। পরদিন শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পূর্ণিমা মারা যায়।

পূর্ণিমা উপজেলার কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের প্রদীপ দাসের মেয়ে। গত তিন মাস আগে একই এলাকার সুমন দাসের সঙ্গে তার বিয়ে হয় বলে জানান স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হুমায়ূন কবির জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

আরও পড়ুন