ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, সমস্যা না হওয়ার আশ্বাস

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধার পলাশবাড়ির ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি’র পরীক্ষা কেন্দ্রে ২০১৮ সালে অনুষ্ঠিত প্রশ্নপত্রে ১১০ জন পরিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. শফিকুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিক শোকজ করা হয়েছে।

পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলাম জানান, কেন্দ্র সচিব মো. শফিকুল ইসলাম প্রশ্নপত্র যাচাই বাছাই না করে ২০১৯ সালের প্রশ্নের পরিবর্তে ভুলবশত ১১০ পরীক্ষার্থীর কাছে ২০১৮ সালের প্রশ্নপত্র বিতরণ করে পরীক্ষা নেন।

পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে বোর্ড কর্তৃপক্ষকে অবগত করা হয়। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রোল নম্বর চেয়েছে তাদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

জাহিদ/এমএএস/জেআইএম

আরও পড়ুন