ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পলিথিন জব্দ : মামলা ও জরিমানা

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় তিনটি দোকান থেকে ৪০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিন দোকান মালিকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গাজীপুরে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া জানান, দুপুরে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সামছুল হক স্টোর, পিয়াস স্টোর ও শরীফুল হক স্টোর থেকে প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ ধ্বংস করা হয়।

পরে ওই তিন দোকান মালিকের বিরুদ্ধে মামলা ও প্রত্যেককের কাছ পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর