ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ইয়াবাসহ লবণ বোঝাই ট্রাক জব্দ

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০১৫

কক্সবাজারের টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকায় এক কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ একটি লবণ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৭৩৬) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে হোয়াইক্যং চেকপোস্টের সুবেদার জাকারিয়ার নেতৃত্বে বিজিবি ট্রাকটি জব্দ করে।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, হোয়াইক্যং চেকপোস্ট বিজিবি সদস্যরা একটি লবণ বোঝাই ট্রাক থামতে বলে। বিজিবির ইশারা পেয়ে গাড়ি দূরে থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। বিজিবি গাড়িটি তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করে তিনি আরো জানান, লবণ বোঝাই ট্রাকটি টেকনাফ শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে। আর ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পরে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান এ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর