ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রী হত্যার দায়ে দুই বখাটের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৫ আগস্ট ২০১৫

সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যা মামলায় দুই বখাটেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কানাইঘাট উপজেলার কেওড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোস্তাক আহমদ (৩১) ও একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ইসমাইল আলী (৩১)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন জানান, মামলায় দুইজনকে দণ্ড দেয়ার পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হলো, উপজেলার ভঙ্গিছড়া গ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে মো. মড়াই মিয়া ও দর্পনগর গ্রামের শফিকুল হকের ছেলে হামদু মিয়া।

প্রসঙ্গত, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বপ্নাকে স্কুলে যাওয়া আসার পথে দণ্ডপ্রাপ্ত মোস্তাক ও তার সহযোগীরা উত্যক্ত করত। এ ঘটনায় গ্রামে সালিশ বৈঠকে বখাটে মোস্তাককে ভৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ২১ জুন দুপুর দেড়টার দিকে স্বপ্না বেগমকে বাড়ি থেকে তোলে নিয়ে পার্শ্ববর্তী টিলায় গলা কেটে হত্যা করে মোস্তাক ও তার সহযোগীরা।

এ ঘটনায় স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মোস্তাক ও ইসমাইলকে আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট (নং-২৭) দেন তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি