ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজন হত্যা : কামরুল ও শামীমের মালামাল জব্দ

প্রকাশিত: ১২:০১ পিএম, ২৫ আগস্ট ২০১৫

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি পলাতক কামরুল ইসলাম ও তার ভাই শামীমের মালামাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে শহরতলির টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়ায় অবস্থিত আসামিদের গ্রামের বাড়ি থেকে এসব মালামাল জব্দ করা হয়।


জালালাবাদ থানা পুলিশ কামরুল ও শামীমের শেখপাড়া গ্রামের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরণের মালামাল জব্দ করে। এর মধ্যে রয়েছে, একটি ফ্রিজ, এক সেট সোফা, খাট, আলনা, একটি টেলিভিশন, চারটি চেয়ার, একটি ডাইনিং টেবিল, তাদের ব্যবহৃত লেপ-তোষকসহ বিভিন্ন ধরণের আসবাবপত্র।

এর আগে গত সোমবার সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম মামলার চার্জশিট আমলে নিয়ে পলাতক কামরুল, শামীম ও পাভেলের মালামাল জব্দের আদেশ দেন। পাভেলের বাড়ি সুনামগঞ্জে। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত পাভেলের মালামাল জব্দের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জাগো নিউজকে জানান, আদালতের আদেশ পাওয়ার পর বিকেলে কামরুল ও শামীমের মালামাল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদি আরবে আটক কামরুল ইসলাম এবং তার ভাই শামীম আলম ও আরেক আসামি পাভেলকে পলাতক দেখানো হয়েছে।

আদালত সোমবার চার্জশিট আমলে নিয়ে কামরুল, পাভেল ও শামীমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাদের মালামাল জব্দের নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেন। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি