ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৫ আগস্ট ২০১৫

গাজীপুরের টঙ্গীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামির নাম মো. রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে রহিজ (৩৫)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেচুয়া বাসুদেবপুর এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) মো. হারিছউদ্দিন আহমদ জানান, ২০০৩ সনের ১১মে দিবাগত রাতে রফিকুল ইসলাম তার স্ত্রী সাহিদা আক্তারকে নিয়ে ভাড়া বাড়িতে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ওই ঘর থেকে তার স্ত্রী সাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। এ সময় নিহতের স্বামী রফিকুল বাসায় ছিলেন না।

পরে এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন এবং রফিককে আটক করে। মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় সাহিদা আক্তার আঘাতজনিত কারণে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ নিহতের স্বামী রফিকুলকে অভিযুক্ত করে ২০০৩ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানির পর ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক মঙ্গলবার দুপুরে রফিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।
                        
আমিনুল ইসলাম/এসএস