ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অসুস্থ নাতিকে দেখতে গিয়ে প্রাণ হারালেন নানি

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

মেহেরপুর জেনারেল হাসপাতালে অসুস্থ নাতিকে দেখতে গিয়ে প্রাণ হারালেন রেবেকা খাতুন (৫৫) নামের এক নানি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালের সামনের সড়কে লেগুনা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি। নিহত রেবেকা খাতুন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকার নাতি মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে বাড়ি থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন নানি রেবেকা খাতুন।

হাসপাতালের পূর্বদিকের প্রধান সড়কে লেগুনা থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রেবেকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাউদ কবির মালেক বলেন, মাথায় গুরুতর আঘাত পেয়ে রেবেকা খাতুন মারা যান।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বলেন, নিহতের স্বজনরা বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আসিফ ইকবাল/এএম/পিআর

আরও পড়ুন