ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ ও যুবলীগকে পলকের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

সরকারি কোনো কর্মকর্তা এবং কর্মচারীর ওপর ছাত্রলীগ, যুবলীগ চোখ রাঙালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, সরকারি প্রতিটি দফতরে সাধারণ মানুষ যেন দুর্নীতি, হয়রানির শিকার না হয় সে জন্য প্রদক্ষেপ নিতে হবে। আগামী ৫ বছর সিংড়াতে উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারী নির্যাতন, মাদক এবং দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাতে হবে। এসব বিষয়ে কাউকে ছাড় দেবেন না। ছাত্রলীগ, যুবলীগ কাউকে চোখ রাঙালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

এএম/পিআর

আরও পড়ুন