ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংসদে সব দলের সমান সুযোগ থাকবে : স্পিকার

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদে সব দলের সমান সুযোগ থাকবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের সংসদ একটি কার্যকরী সংসদ হবে। সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্রসহ নির্বাচিত সদস্যদের সমানভাবে সুযোগ দিয়ে সংসদ পরিচালনা করা হবে।

এ সময় স্পিকারের নেতৃত্বে আরও শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া। এছাড়া সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।

আল-মামুন/এফএ/জেআইএম

আরও পড়ুন