ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না. গঞ্জে ৭ দফা দাবিতে নৌ ধর্মঘট

প্রকাশিত: ১০:২২ এএম, ২৫ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনায়, মেঘনা নদীর গজারিয়া, ষাটনলসহ নদীপথে বালুমহালের ইজারাদার নামধারী নৌ-চাঁদাবাজদের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ ৭ দফা দাবিতে নৌ ধর্মঘট পালন করছে বিভিন্ন নৌযানের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে সকল নৌযান নোঙর করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

সংগঠনটির নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিজামউদ্দিন খান, নান্নু মিয়া, ইব্রাহীম মুন্সি, ওয়াহিদ মাস্টার, কবির হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফতুল্লা ধর্মগঞ্জ শাখার সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ডেমরা শাখার সভাপতি সাধারণ সম্পাদক শিমুল দাস প্রমুখ।

সমাবেশে সবুজ শিকদার বলেন, শীতলক্ষ্যা ধলেশ্বরী মোহনায় ও মেঘনায় প্রতিনিয়ত বালুমহালের ইজারার টোকেন কাটার নামে হায়েনারূপী নৌ-চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছে বিভিন্ন নৌযানের শ্রমিকরা। বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন নৌ শ্রমিক সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

শাহাদাৎ হোসেন/এসএস