ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙন রোধে নদীতে ঢিল নিক্ষেপ

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৫ আগস্ট ২০১৫

ভাঙন থেকে রক্ষা পেতে মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে নিক্ষেপ করা হলো সোয়া লাখ আটার ঢিল। সাত মণ আটা দিয়ে তৈরি সোয়া লাখ ঢিলের ভেতরে রাখা ছিলো মহান আল্লাহর কালাম লেখা কাগজ। শিবালয় উপজেলার জগতদিয়া গ্রামের সাহেব আলী মন্ডল (৯০) গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙন কবলিত ৫ কিলোমিটার এলাকায় এই ঢিল নিক্ষেপ করেন।

স্থানীয়রা বিশ্বাস করেন, এ আমলের ফলে মহান সৃষ্টিকর্তা ভাঙনের ক্ষয়-ক্ষতি থেকে তাদের রক্ষা করবেন। নদী ভাঙনরোধে অভিনব এ কাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।

সরেজমিনে দেখা যায়, সাহেব আলী মন্ডলের বাড়ির উঠানে গ্রামের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে আটার গোলা বানাচ্ছেন। সাহেব আলী মন্ডলসহ সবার মুখে ছিলো কালেমা শাহাদত। প্রতিটি গোলার ভেতর আরবি হরফে `লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ’লেখা কাগজ দেয়া হয়।

সোয়া লাখ গোলা তৈরির পর সাহেব মন্ডলের নেতৃত্বে সেগুলো নদীতে ফেলতে যান গ্রামবাসী। নদীর পাড়ে দাঁড়িয়ে ও ইঞ্জিনচালিত ট্রলারে করে পাটুরিয়া ফেরি ঘাট থেকে দেবীনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় নিক্ষেপ করা হয় আটার গোলা।

নব্বই বছর বয়সী সাহেব আলী মন্ডল জানান, ১২ বছর আগে একই কায়দায় দুই মণ আটার ঢিল ছোঁড়া হয়েছিলো নদীতে। এরপর থেকে পদ্মার ভাঙন বন্ধ ছিলো। কিন্তু এ বছর নদী আবারো রাক্ষুসী রূপ নিয়েছে। গত কয়েকদিনে দেবীনগর, জগতদিয়া ও মান্দাখোলা গ্রামের বহু বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা নদী গর্ভে চলে গেছে।

সাহেব আলী মন্ডল আরো বলেন, আমি একটি কিতাবে পেয়েছি নদীতে ঢিলের সঙ্গে কালাম ছোঁড়া হলে ভাঙন থেকে আল্লাহ রক্ষা করেন। এই বিশ্বাস থেকেই আমি এবারো এ উদ্যোগ নিয়েছি। গ্রামবাসীও স্বতঃস্ফূর্তভাবে এই কাজে সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দা ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু জানান, সব কিছুই আল্লাহর ইচ্ছা। যেহেতু নদীতে আল্লাহর কালাম ফেলা হচ্ছে, তাই বিশ্বাস করি সৃষ্টিকর্তা ভাঙন রোধ করবেন।

স্থানীয় মসজিদের ইমাম ও আরো কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বললে তারাও এই বিশ্বাসের কথা জানান। তাদের আশা বারো বছর আগের মতো এবারো তাদের মুখ তুলে তাকাবেন ভাগ্য বিধাতা।

এসএস/আরআইপি