ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ ভূবনে ফিরল ভূবন চিলটি

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

সিলেট নগরের লালাদিঘীর পাড়ের গাছে অসুস্থ হয়ে আটকা পড়েছিল একটি ভূবনচিল। গত ২০ জানুয়ারি অসুস্থ অবস্থায় এই চিলটি উদ্ধার করেন স্থানীয়রা। চিকিৎসা শেষে চিলটি সুস্থ হয়ে উঠলে মঙ্গলবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচর এলাকায় ভূবন চিলটিকে অবমুক্ত করা হয়।

বিগত নয়দিন টিলাগড়ের প্রাধিকারের বন্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্র হাসপাতালে প্রাণিচিকিৎসক পরিবেশ কর্মীর ডা. মনজুর কাদের চৌধুরীর তত্ত্বাবধায়নে ও প্রাণিশালারক্ষক মাসুদ ও রাশেদের পরিচর্যায় চিকিৎসার পর মঙ্গলবার ভূবনচিলটি অবমুক্ত করা হয়।

বিকেল ৫টায় চিলটি অবমুক্ত করেন পরিবেশ সংগঠন ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, সংগঠক মাসুদুর রহমান তারেক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণি বিষয়ক সংগঠন প্রাধিকারের সাবেক সভাপতি প্রাণিচিকিৎসক মনজুর কাদের চৌধুরী।

মনজুর কাদের চৌধুরী জানান, ডানায় আঘাতের পাশাপাশি ভূবনচিলটি উড়তে পারছিল না। নয়দিন ধরে চিকিৎসা দেয়ার পর সুস্থ্ হয়ে উঠায় আজ চিলটিকে তার নিজ ভূবনে ছেড়ে দেয়া হয়েছে।

ছামির মাহমুদ/এমএএস/এমএস

আরও পড়ুন